Spread the page link
Database management Practical Sheet

প্রতিবেদন-১ ঃ ডেটাবেজে প্রবেশ করা, টেবিল ও ফিল্ড তৈরি করা প্রতিবেদন-২:ডেটাবেজের ফর্ম তৈরি করা এবং ব্যবহার প্রতিবেদন-৩ : ডেটাবেজের রেকর্ড সটিং করা প্রতিবেদন-৪ :রেকর্ড সংযোজন ও বিয়োজন করা ।

C Programming
Practical Sheet

প্রতিবেদন-১ ঃ সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফরেনহাইট তাপমাত্রায় রূপান্তরের প্রোগ্রাম । প্রতিবেদন-২ : তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম । প্রতিবেদন-৩:ত্রিভুজের তিন বাহুর মান থেকে ক্ষেত্রফল নির্ণয় করার প্রোগ্রাম । প্রতিবেদন-৪ :ধারার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম ।

HTML and Web design Practical Sheet

পরীক্ষণ-১ ঃতোমার কলেজের একটি ওয়েব পেইজ তৈরী কর যা কোন ব্রাউজারে লোড করলে কলেজের নাম, ছবি ও কলেজের বিভিন্ন বিভাগের নামের তালিকা প্রদর্শন করবে।  পরীক্ষণ -২: তোমার কলেজের একটি ওয়েব পেইজ তৈরি করা যা কোন কোন ব্রাউজারে লোড করলে কলেজের একাদশ শ্রেলির বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের তথ্য টেবিলে প্রদর্শন করবে।পরীক্ষণ -৩: তোমার কলেজের একটি নেটওয়ার্ক বা ওয়েবলিংকড কাঠামোর ওয়েবসাইট তৈরি কর যা কোন ব্রাউজারে লোড করলে হোম পেইজে কলেজের নাম ও ছবি এবং অন্য পেইজ দু’টির একটিতে কলেজের বিভিন্ন বিভাগের নাম ও অপরটিতে কর্মরত শিক্ষকদের নামের তালিকা প্রদর্শন করবে। পরীক্ষণ -৪: তোমার কলেজের একটি ট্রি বা হায়ারারকিক্যাল কাঠামোর ওয়েবসাইট তৈরি কর যা কোন ব্রাউজারে লোড করলে হোম পেইজে কলেজের নাম ও বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষবর্ষের ছাত্র-ছাত্রীদের রোল নম্বর প্রদর্শন করবে এবং রোল নম্বরের সাথে ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত তথ্যের পেইজ লিংক থাকবে। ব্যক্তিগত তথ্যের পেইজে বিভিন্ন পরীক্ষার ফলাফল লিংক থাকবে । 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় অবদান হচ্ছে বিশ্বগ্রাম ব্যবস্থা। মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম বিশ্বগ্রামের ধারণা দেন। সারা পৃথিবী , মানুষের হাতের নাগলের মাঝে থাকবে। হাজার হাজার মাইলের দূরত্ব বলতে কিছু থাকবে না। পরস্পর যুক্ত থাকা, তথ্য আদান-প্রদান ছাড়াও শিক্ষা, শিল্প, বাণিজ্য, বিনোদন সর্বত্রই ডিজিটাল যন্ত্রের পরিপূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। নতুন পেশার উদ্ভব হবে, নতুন জ্ঞানের বিস্তার হবে, নতুন প্রজন্ম বেড়ে উঠবে। প্রচলিত ধ্যান-ধারনা ভেঙ্গে পড়বে। সামাজিক সম্পর্ক, এমন কি রাষ্ট্র, সরকার, প্রশাসন পরিবর্তিত হবে। সকল ক্ষেত্রেই মানুষের জ্ঞানের যে পরিধি তা বিস্তৃত হবে। ফলে মানুষ নতুন ধ্যান-ধারণা থেকে ব্যক্তি স্বাধীনতা, মৌলিক অধিকার, রাষ্ট্র সরকার বা ব্যক্তির দায়িত্ব ও কর্তব্য এমন কি পারিবারিক সম্পর্ক নতুন করে সংজ্ঞায়িত করবে। মানব সভ্যতার আর কোনো যুগে এত পরিবর্তন আর কোনোদিন হয়নি যা তথ্য যুগে হয়েছে, হচ্ছে এবং হবে। বিশ্বগ্রামের সংজ্ঞা ঃ মার্শাল ম্যাকলুহান এর মতে “ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্ব একটি গ্রামে পরিণত হয়েছে এবং বিশ্বের যে কোন প্রান্তের সাথে অতি সহজেই যোগাযোগ করা সম্ভব”।
** বিশ্বায়নের সুবিধাসমূহ -- ১। সহজে দারিদ্র্য দূরীকরণ করা যায়। ২। ব্যবসা- বাণিজ্যের বাজার সম্প্রসারণ করা যায়। ৩। শ্রমের অবাধ গতিশীলতা আনয়ন করা যায়। ৪। সহজে শিক্ষা ও জ্ঞানের বিকাশ বৃদ্ধি করা যায়। ৫। দ্রুত প্রযুুক্তির বিকাশ সাধন করা যায়। ৬। একচেটিয়া বাজারের অবসান করা যায়। ৭। আন্তর্জাতিক সম্পীতির বন্ধন মজবুত করা যায়।

For ICT Class Lecture










Click To Download

HSC24 ICT PRACTICAL NOTE BOOK